মুকুলিকা হাই স্কুলের ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে গণবান্ধব সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন বাস্তবায়নের সাথে একাতœতা প্রকাশ করছি। অবহেলিত হাজারীবাগে ১৯৮১সালে নানা চড়াই উৎরাইয়ের মাধ্যমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মরহুম কে.এ.মতিন এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলটি লালবাগ থানায় ২০১৭ সালে সেরা স্কুলের মর্যাদায় অধিষ্ঠিত হয়। সমাজে অবহেলিত সম্প্রদায়সহ সকল শিক্ষার্থীকে আলোয় আলোয় ভরে তোলার জন্য এবং আলোকিত মানুষ তৈরীর লক্ষ্যে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকবৃন্দের নিরলস ভাবে চেষ্টা অতীতেও ছিল, বর্তমানেও সে ধারা অব্যাহত রয়েছে। শিক্ষা মানুষের জীবনের কাঙ্খিত ও বাঞ্চিত পরিবর্তন আনে। আমাদের শিক্ষার্থীরা ও পিইসি,জেএসসি এবং এসএসসি পরীক্ষায় তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে বিদ্যালয়ের আমাদের ওয়েবসাইট টিতে যে তথ্য উপাত্ত থাকবে সে তথ্য সকলের পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজলভ্য হবে। তথ্য প্রযুক্তির ভাল এবং উপকারী দিকগুলো শিক্ষার্থীরা গ্রহণ করবে যা বর্জনীয় তা অবশ্যই বর্জন করবে। পক্ষান্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর,পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে। সেবার মান উন্নত হবে। দুর্নীতিকে না বলতে সাহায্য করবে, তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে। আমি অত্যন্ত বিশ্বাসের সাথে বলতে চাই মুকুলিকা হাই স্কুলের প্রতিটি শিক্ষার্থী তাদের মেধা, মনন, ও সৃজনী শক্তির মাধ্যমে প্রতিটি পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রাখবে। মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হোন। আমিন।