Login Register Apply Now

OUR HISTORY

History Image
১৯৮১ সালে স্বল্প পরিসরে সীমিত স্নংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী নিয়ে হাজারীবাগ কমিউনিটি সেন্টারে মুকুলিকা শিক্ষালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। অভিজ্ঞ শিক্ষক , দক্ষ ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায়, বিদ্যালয়ের শ্রেণি, শিক্ষার্থী ও শিক্ষক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় , নিজস্ব অর্থায়নে ১৪৬৬০ বর্গফুট আয়তনে ৫ম তলা বিশিষ্ট নিজস্ব ভবনটি নির্মিত হয় এবং মুকুলিকা উচ্চ বিদ্যালয় নামে নতুন আঙিকে নতুনভাবে যাত্রা শুরু করে ২০০০ সালে। সূদীর্ঘ প্রায় অর্ধ শতাধিক কাল পেরিয়ে আজ বাংলাদেশের শিক্ষা জগতে এর অবস্থান সুদৃঢ়। প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আধুনিক ও মান্ম্মত পদ্ধতিতে পাঠদান করা হয়। মাল্টিমিদিয়া শ্রেণিকক্ষ , সুসজ্জিত পাঠাগার, ৩০টি কম্পিউটার সমৃদ্ধ আধুনিক কম্পিউতার ল্যাব, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যবস্থা রয়েছে।

OUR MISSION

mission

OUR VISION

vision